মা-মেয়ের ঘর
-ইশরাত তানিয়া
চুমু আমার হুহু মেয়ে
তোর ব্যথায় ফুল লিখি পাতা আঁকি
ওই যে উড়ছে ফোঁটা ফোঁটা ভিজে গেল ঘুড়ি
ছুটে যাচ্ছিস
নাটাই অবোধ হাতে
চাঁদের দিকে জ্যামিতিবক্স ফেলে
এদিক ওদিক লেগে আছে অন্ধকার
প্রতিজীবন কোথায় এতটা চেপে বসেছে
এইটুকু মেয়ে
বৃষ্টি ছুঁলেই কেন নৌকো ঝরে যায়
ঘুমের ভেতর ছায়া উঠে আসে
তোর দুঃখে আলো বুনি ঘাস নিড়ানী দিই
জেনে গেছিস
মা বেশিদূর যেতে পারেনি
পায়েশান্ন রেঁধেছে, হয়তো তেমন কিছু না
শুধু রোদ আর হাওয়ায় ভরা জামবাটি
(ছবিঃ বারবারা কার্লসন)
No comments:
Post a Comment