বিশ্রাম-গভীর চোখ
-হাসান রোবায়েত
যদি শস্যের নীলিমায়
তোমার সন্তান-চোখ
ফিরে পায় স্নানঘাট, দুকূল
শঙ্খের ধ্বনি
ঐ অতিধীর বনে
গুল্মতাড়িত মেঘ উড়ে গেছে
মন্বন্তরে—
যে যায়—অদৃষ্টের হাহাকার
তাকে ফেরায় জন্মধূলায়!
পথের এতোটা শেষে, আজও
চলে যাওয়া আছে অগ্নি ও
অধিগমনের দিকে—
( ছবিঃ মো টুনকে )
No comments:
Post a Comment