ভুল
-অনিন্দিতা গুপ্ত রায়
ভাঙচুরের শব্দ পৌঁছচ্ছে না এতদূর
যে চিহ্ন লিখে রাখা স্বরলিপির আড়ালে
গতানুগতিক থেকে তফাত বুঝে নিচ্ছে তার সরগম
আর বেসুরে গেয়ে উঠছে আরোহ অবরোহন
সুর ছুঁয়ে থাকা স্বর মসৃণতায় স্পর্শের মত
গাঢ় ও গভীর—তোমার কাছে থাকলে যেমন
বাঁকের সামনে আচমকা মেঘলা হয়ে আসছে যা
তা হয়ত বা চোখের পুরনো অসুখ
উড়ে আসা বিভ্রমে সমস্তই কিছুটা আলাদা মনে হয়, এইমাত্র
দূরের বৃষ্টি শুধু শব্দহীন আর্দ্রতা নিয়ে ফিরে গেল
(ছবিঃ জিওর্জিনা জনস্টোন)
উড়ে আসা বিভ্রমে সমস্তই কিছুটা আলাদা মনে হয়...❤
ReplyDelete