Tuesday 10 October 2017

আকাশপ্রদীপের কবিতা ১

Related image

মাধুডাঙাতীরে
                 -হাসান রোবায়েত

মাটিতে এলিয়ে পড়ে রাত
বীতভাব জানালার শিকে
গানের অর্থ ভুলে কেউ
মনে রাখে প্রিয় মুখটিকে—
ঝরে গেছে ঋষভের সুরে
জারুল ফুলের মঞ্জরী
পাতার উপর সরলতা
তোমাকেও সন্দেহ করি—
এই রাত নুয়ে পড়ে ব্রিজে
গরাদে প্রবল এক নীল
মাছরাঙাদের খালি ঠোঁটে
ফোঁটা ফোঁটা উড়ে গেল বিল
মৃত্যুর কিছু দূরে, দেখি
প্রশান্ত নৌকাটি বাঁধা
তুমি এক ফাঁকা দেহরূপ
চিরকাল ওপারের ধাঁধা

(ছবিঃ ভ্যান টেম) 

No comments:

Post a Comment