হঠাৎ আলো নিভিয়ে দিলাম
- অনিন্দিতা গুপ্ত রায়
খুব জ্বরের মধ্যে ক্ষমাপ্রবণ হয়ে ওঠা দুপুর থেকে
গড়িয়ে নামলো এমন এক অবজ্ঞা যে
নেই করে দিতে কোনো কষ্ট হলোনা আর এযাবৎ
মিথ্যে স্তোকবাক্য, পরস্পর বিরোধী যাবতীয় আলোছায়ার চাতুরি
এখন আর কেজো কথায়
জিভ শুকিয়ে বা চোখ ভিজে উঠছে না
একটা রাস্তা এমনভাবে পড়ে ছিল আড়াআড়ি
পাশ কাটিয়ে যাওয়া মানে মৃত্যুস্পর্শ আঁকা মনে হত
সে কি আসলে খোদাই করা হাসিটি
প্রকৃত নিরাসক্তি ঋতুবদলের মধ্যে রঙ ধুয়ে নিচ্ছে
সীমাবদ্ধতার অন্ধকারে অন্যরকম তুমি
যাকে ফেলে যাচ্ছ ভাবছ সে তোমাকে
অনেক তফাতে রেখে হাততালির শব্দে মিশে আছে ভিড়ে
( ছবিঃ হুলিও পোমার )
স্রোতে ভাসালাম মন
ReplyDeleteANUVUTIR BARNOMALA....CHHONYA JAAYNA... CHHUNYE JAAAY...
ReplyDelete