Sunday, 10 September 2017

আশ্বিনের কবিতা ৮

Image result for abstract painting romania

পুতুল সিরিজ ১৪
                 -সব্যসাচী সান্যাল 

সে মৃত্যু, সে ভদ্রমানুষ, তার কালচে সবুজ নেকটাই
সে হাসপাতালের জানলা গ'লে এক ঝলক নুসরত
ফতে আলি খান। মেদিনী তার বৌ, কটা চোখ
ভারী মাই, কোমরের থাকে ডায়নামো...
###
পুতুল অপেক্ষা করে
কে তার ভাতারের হাত ধরে টেনে নেবে
ডাঁটো ও ভালগার জনারের ক্ষেতে, আর সে লম্বা
আঙুলে আঁকড়ে ধরবে বিছানার চাদর
অথচ শান্তি—
রোঁয়ায়, চামড়ায় গেড়ে বসা ফিতেয়, বেল্টের দাগে
খুলির ভেতরে ঢেউহীন জল, জলে চাঁদ
ঠান্ডা ফসফরাসের গোলা...

আর শুধু ঘুম ভেঙ্গে একবার ডেকে ওঠা কাক
#
পুতুল আমাকে ভাঙ্গে
সে'ই মেরামত করে।-- নেহাইয়ে শুয়ে
দেখি আকাশ এক বিপুল হাতুড়ি, পুতুলের
ছোট্ট মুঠিতে তার প্রকান্ড হাতল...

( ছবিঃ রোমুল নুটিউ) 

No comments:

Post a Comment