Friday, 22 September 2017

পুজোর কবিতা ৬

Image result for durga abstract cubism

বোরোলীন
           -স্বাগতা সিংহ রায়

মনে হলো কেউ যেন ডাকছে-

ঘেমেনেয়ে অন্ধকার বাড়ি
পৃথিবীময় বিষন্নতা,নিঃশব্দ গুটি পায়ে

চুপে চুপে গেলাম;ওরা কাঁদছে!

চৌকাঠে ইঁদুরগর্ত,রঙচটা দেওয়াল
ড্রেসিংটেবিলের কোণটা ভাঙা

ওরা শক্তকরে ফোঁপাচ্ছে!

লালেঝোলে মেয়েটি গলে যায়
সবুজ টিউবে নরম চিকিৎসা।

সবুজটিউবে বোরোলিন গন্ধ,
ক্ষত শুকাচ্ছে-
             গর্ত বুজিয়ে গজিয়ে ওঠা রঙীন দেওয়াল।

(ছবি ঃ  হুয়ান গ্রিস) 

No comments:

Post a Comment