শিলালিপি
-তন্ময় ধর
নাভির গন্ধ থেকে সরে যাচ্ছে তীব্র অক্ষর
আমি রূপমুগ্ধ মাংস থেকে
ভুলে যাচ্ছি মশলার ভেজা কৌটো, শ্বদন্ত ও জিভ
খিদের নরম আলো থেকে
পূর্বজন্মের চাল-ঘি-শস্য-এলাচের বৃদ্ধিগন্ধের ওপর
চামচের অন্ধকার
শাদা পায়রার শব্দ
দ্রুততর হচ্ছে
মাংস ও পরমান্নের এই যুদ্ধে
তোমার পেটে মিসক্যারেজ জমা হচ্ছে
( ছবিঃ লুসিয়া অমৃতা)
No comments:
Post a Comment