যদি বুঝে থাকো
-জ্যোতির্ময় বিশ্বাস
কোথায় কি রাখবে তুমি, সমস্ত এ'জায়গার। যদি বুঝে থাকো, যেহেতু ব্যথিত সবাই, সবারই রক্ত ঝরে, কমবেশি আততায়ী সবাই সংগোপনে―তাহলে ফিরতে রপ্ত হও। তোমার যদি এক কালজানি থাকে, তনুস্থান ধুয়ে রাখো। জেনো অবান্ধবের গন্ধ আগলে রাখতে নেই। খেয়াল রেখো চিনিনা বলেও কারা কারা অপূর্ব দাগ দিয়ে রাখে। কার কার চোখের বহুত থৈ, তারায় তারায় মিথ্যে। এখানে অপেক্ষা সম্ভব নয় আর, যদি বুঝে থাকো...
(ছবিঃ ফাল্গুনী দাশগুপ্ত)
ভালো লিখেছিস। ভালো না বলে থাকা যায় না।
ReplyDeleteভালো লিখেছিস। ভালো না বলে থাকা যায় না।
ReplyDelete