প্রিজম
-পাপড়ি গুহ নিয়োগী
মাঝ রাতে শব্দ যখন আগুন লাগায় আমার মানচিত্রে। তখন শূন্যতা জন্ম দেয় কলম ঘষে ঘষে। গোপনে চলন্ত ট্রেন হয়ে ছুটতে থাকি খোলা শব্দের মাঠে।যেখানে নৈঃশব্দ স্নাত হয়ে যায় তোমার নামের ভেতর।শুধু ব্যারিকেড সাজিয়ে বসে থাকি, তবুও খাতার বুকে কোন শব্দযান নেই।
অথচ জীবনের অন্য প্রান্তে অনায়াসে চোখ আটকে যায় নীলে।
(ছবিঃ মার্ক রোঠকো)
বিউটিফুল
ReplyDeleteভাল .....!
ReplyDelete