এবড়োখেবড়ো শব্দগুলো
- নীলাব্জ চক্রবর্তী
ডিফেন্স-মেকানিজমের কথায়
ভারী হয়ে আপেলের ছায়া আসা
এইত্তো ভাষাটা
তখন এই বাষ্প তোমার ছিলো না তো কি
একবার শরীরকে সকাল ভাবো
ব্যবহার ভাবো
আর দেখো
জল-হাওয়া-স্মৃতির ভেতর
পাখিদের গাছজন্ম হচ্ছে
আঠা আঠা সহাবস্থান হচ্ছে
সংখ্যাদের কাছে লেগে থাকা যত দূরে
সবাই মিলে একটাই বোতাম খুঁজছিলাম
তপতপে লো-কাট কবিতায়
এবড়োখেবড়ো
দুয়েকটা শব্দ তবু
খাড়া খাড়া
দাঁড়িয়ে আছে এখনও...
(ছবিঃ রনি বিকার্ড)
দারুণ।
ReplyDelete