Sunday, 10 September 2017

আশ্বিনের কবিতা ৩

Image result for abstract painting thailand


নাট্যরূপ
             -অভ্রদীপ গোস্বামী 

বহুদিন পর দেখা হলে
ঝুঁকে পড়তে শুরু করো তুমি
তোমার শরীরী পোশাক ভুলে যায়
সূতো বানানোর সহজ নিয়ম

আমি তোমাকে দেখি
কাছাকাছি আসি বা আসি না
বহুদিন পর দেখা হলে
কাছাকাছি হাতের তালুরেখায়
খুঁজি বোধহয় খিলি পানের সোহাগ
লিপি ফুলের গন্ধ আদর


বহুদিন পরও যেদিন
তোমার সাথে দেখা হয় না আর
আমি ঘরে ফিরি
বন্ধ করি কাঠের দরজা
দেখা আর হবে না কোনদিনও জেনে
সূতোর বদলে তুলোয় ভর্তি করি
সমূহ গুনাহ। খোলাচুল।

( ছবিঃ প্রাচা যিন্দী)

No comments:

Post a Comment