ক্ষয়
-পাপড়ি গুহ নিয়োগী
বহুজন্ম আগে আমরা ছিলাম সমান্তরাল
উপচে পড়া নোনা ঢেউ ধুয়ে ধুয়ে
ইদানিং সমস্ত সমুদ্রস্নান.
একা
নগ্ন
গোপন
বিষন্ন স্বপ্ন... অদৃশ্য হয়ে যায়
এক সময়
ঘুমভাঙা মাঝরাতের ভেতর শরীর ঘষে ঘষে
জল বেয়ে বিছানায় গোলাপ বাগান তৈরী হয়
তারপর অগ্নিময় আঙুল পোয়াতি হয়ে ওঠে.....
নেই,
পুরুষ
প্রসবে রক্তপাত
সন্তান জন্মও
শুধু যুদ্ধে ক্ষয় আর হাহাকারের সাদা স্রাব খসে পড়ে ......
(ছবিঃ রিকি অ্যাঞ্জেল)
ভালো লাগল।
ReplyDelete