Sunday 10 September 2017

আশ্বিনের কবিতা ১০

Image result for abstract painting estonia



হয়তো  রোববার 
                            -প্রদীপ চক্রবর্তী

এক /

বৃষ্টি মিশেল....

দুপুরে রসুই  গন্ধ
সেদিন  কিছু   অন্য রকম       বরখা...
         
############

তার মেঘলা  মুহূর্ত -   পহর  ঘ্রাণ
লাউপাতা মুড়ে  নারকেল  কোৱা অল্প  চিনি  নুন  হলুদ  গুঁড়ো
রাইসর্ষে ইলিশ  যেন পোয়াতি পেটের সোহাগ  মাখানো

#############

শব্দে   এটুকুই  ধরতাই ...এটুকুই  শ্বাশত  বাসনা  কুসুম
কেয়ূর  -  চন্দন  কিরণমত্ত তিমিরে  গাঢ়  স্বাদ  -  বিলাসিনী
ফি  রোববার দুপুরে তপন  থিয়েটার  কিংবা   বিলকিশ বেগম  ...

############

কোথায়  সেই হারানো মুহূর্ত  শঙ্খলাগা ,
                                            কাঙাল  মালসাট ?
আদবে ছলনাময়
প্রসাধনে  দেহটি  শোয়ানো  ছিলো...

সেদিন বৃষ্টি মিশেল পঞ্চশির নাগদেবতার শব্দ, ব্রহ্ম  নির্যাস
কলাই করা থালা থেকে একটু একটু চুমুক  দিয়ে খাও
দেশ বলো নদী কিংবা গ্রাম  ...
লহমায়  আজ ভিজিয়ে  দেয় অলৌকিক  বৃষ্টি উৎসবে
গহ্বরে  মিলিয়ে  যায় স্বর  ..., স্তব্ধ শ্বাস ,
                               নিমেষের আদিখ্যেতা...
কুহকিনী পটুবাক ...বিনষ্ট বিষের  লিবিডোকে
নাশকতায় বাজাবে  না আর ...
            মৃদু অর্গানে  বাজাবে না কেন  ?...

দুই/

শবরী জমে  গেলো আগেকার | শুধু  শবরী নামের  রকমারি  গন্ধ   রটে যাচ্ছে...

############

ধ্বংসের  প্রক্রিয়া  শুরু  | পীড়ন  হলো    রৌদ্রকণা |  আওপাতালি ভরা  দূর পরাহত  পরকীয় ডানার নস্যাৎ

############

পেছনে  গোলাপীবালা  বাড়ি | রোববারের  গ্রামোফোন আঁকা দরজা  |   মশলাধোয়া জল  | যৌনস্বাদ সে ইশারা  চেটে  নিতো  জিভ  ...

#############

ও  কেবলই জ্বরাতুর  | জলে অধীর  অথির নয়ন রুচি  চক্র  | তোমাকেই  দেখবে  বলে হঠাৎ  ভীষণ  ফাঁকা  পরিত্যক্ত  রাস্তার  উপর  আজ দাঁড়িয়ে  আছে

#############

হাতের  বাঁধটুকু আলগা  হয়ে পড়ে অসাড়ে  ...
টের পাই আরেকবার ,
কায়া সাধো কায়া সাধো মাদল  বাজছে
             আর রোববার হতে  চাইছে  না ...

(ছবিঃ মার্ক চ্যাডউইক) 

1 comment:

  1. কবির রোববারের র‍্যাশ আমার কলমের গায়ে...

    ReplyDelete