পুতুল সিরিজ
-সব্যসাচী সান্যাল
ঘুমিয়ে পোড়ো না, তা’হলেই তোমার ভেতর
জেগে উঠবে পৃথিবী, তার ফিনফিনে উপগ্রহ
ফুটবলমাঠ, আর্মস্ট্রং, টেকো পাদ্রী, দালাল, ফতুর
এ’কথাই পুতুলকে বলেছি—
‘পুতুল! জলের শব্দ! দেবী তুমি! ন্যুব্জতা সবার’
--বলেছে নবম বসু উৎপলকুমার
অথচ পুতুলের কোনো হেলদোল নেই
দ্বিধা বা সংকট, সে শুধু নিস্পলক...
তার বুকেই টকে ওঠে গাজলা গাজলা দুধ, তিনপুরু সর
###
ঘুমের মধ্যে পুতুল বুঝেছে--
যা হারিয়ে ফেলতে পারো, চোরের আওতায় রেখে দিতে পারো
অনায়াস, ওটুকুই জীবন। বাকীটুকু অপেক্ষা, জানলার সটান
গরাদ যে’ভাবে পাশাপাশি অপেক্ষা করে যায় অপর গরাদের...
(ছবিঃ ভাবনা চৌধুরী)
ভালো।আগেই পড়েছি।ফেসবুক টাইমলাইনে সম্ভবত।
ReplyDeleteভালো।আগেই পড়েছি।ফেসবুক টাইমলাইনে সম্ভবত।
ReplyDelete