Sunday 10 September 2017

আশ্বিনের কবিতা ১৬

Image result for abstract painting latvia

নিশাদল 
            - তন্ময় রায়

লুকিয়ে ছাই করার মত দিলে এই চ্যাপ্টারে। গদির নিচে গায়ের গন্ধ তোলা আছে। পিন ফুটিয়ে তাকে ছায়া দেওয়ার ধ্রুবক দিনক্ষণ, সামনে এলো। তার নীচে দাঁড়িয়েছি...

১.
ঠায় তোমার গানের লিস্টে পরে আছি
বোতল উড়ে যাচ্ছে
                  পরে থাকার ভেতর
ঝামা বেঁধে দিই গানের খুঁটে
কালসিটে আমাকে অন্ধ করে

২.
আমার অন্ধের বুড়ো আঙুল
সেই ছায়ায় পাকছে
প্রিয় শব্দের মতো তাকে মুখে নিই
বৃষ্টিমাপক তেল
চাটসমগ্র খুলে ধরে

(ছবিঃ গেরহার্ড রিখটার) 

No comments:

Post a Comment