Friday, 22 September 2017

পুজোর কবিতা ৯

Related image

আধো রঙ 
              -সম্পিতা সাহা

চোখে আগুন দেখেছি...
উড়তে দেখেছি মন, গেরস্থালির বায়না
আতঙ্কে উষ্ণতা বাড়তে দেখেছি...

দুটো হাত ঘেমে উঠেছে।
বরফসুমারি ঠোঁট, চিবুক...
চা'য়ের থেকেও ছলাৎ!

এখন সবটাই সাংসারিক।

আচ্ছা খুব স্বাভাবিক জীবনে ঋণ থাকে, না... স্নেহ?

(ছবিঃ এরিন লরী)

No comments:

Post a Comment