ভেদ্যতা
-অনিন্দিতা ভৌমিক
আমাদের পথ দেওয়া হলো
পালক ছাড়িয়ে
দেওয়া হলো স্বাদের অধিকার
#
তাকে নস্যাৎ করি। সাপ্টে ছুঁড়ে দিই কাঁচা গন্ধ থেকে দূরে। তোমার লোনারক্ত থেকে দূরে। আর নতুন আখ্যান লিখে রাখে কেউ। কষ বেয়ে গড়িয়ে যায় উচ্চতার বিপরীতে।
অথচ স্বাদেরও তীব্রতা আছে। পুরনো অভিজ্ঞতার ভেতর গুঁজে দেওয়া আছে উদ্দীপনা। হয়তো এমনিই একটা দিন। নিষ্ক্রিয় ত্বকের উপর গুছিয়ে নেয় দু’টো ঠোঁট। ওপর পাতায় ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম।
(ছবিঃ এলিনা কোতলিয়ার্কার)
No comments:
Post a Comment