সংশপ্তক
-নীলাদ্রি বাগচী
জুতো কোম্পানির জন্য খুঁজে পাওয়া পায়ের আরাম
মেঘ হয়ে এসেছে এখানে...
আজ সমস্ত দিন পাহাড়ের গল্প শুনে কেটে গেছে। অসংলগ্ন ঝাউ আর নানান রকম অর্কিডে দিনটাকে বিন্যস্ত করছি এখন। কারণ এখন মেঘ। প্রাকৃতিক জলসেচে সমস্ত দিন আজ বেড়ে উঠবে শস্যের সবুজে....
কমনীয় শব্দবন্ধে নিজেকে ভূষিত করি। এইদিন এরকমই হয়। প্রাচুর্য্য ও প্রলোভনে নিজেকে তছনচ করি। শালগ্রাম ছুঁয়ে আসা বাতাসের কানে কানে বলি, ভালো রাখো। পাম্পঘরে পৌঁছে যায় এইসব কানাকানি। হয়তো বা আরও দূর যায়...
জাতীয় পতাকা মোহে নষ্ট হয়ে গিয়েছে যে দেশ তার জন্য তর্পণের দিন এইভাবে সকাল পেরোয়।
বর্ণনা দীর্ঘ হলে বাহারী পাতায় রোদ আসে। অবসাদ প্রতিশব্দে নিজের আঙুল দেখি। দীর্ঘ, ক্ষীণ, আপেক্ষিকে সমস্ত অসুস্থ ধরে আছে। ভাবি দিন, সাধারণ, নিশ্চয় পার হবে। হয়তো শব্দ ফিরে আসবে, হয়তো নয়... তন্দ্রাতীত মোহের নিগড় ভেঙে হয়তো যতিচিহ্ন পরবে...
হয়তো অন্তিম পড়বে সমস্ত শ্বাসাঘাত স্তব্ধ করে দিয়ে.......
(ছবিঃ ফাল্গুনী দাশগুপ্ত)
No comments:
Post a Comment