Sunday, 10 September 2017

আশ্বিনের কবিতা ১

Image result for abstract painting iran


নির্বাক
     -রঙ্গন রায়

চুপ করে বসে আছো পাশে
অনেকক্ষণ কথা বলার পর এমন হয়
কথা খুঁজে পাচ্ছিলামনা আমরা দুজনাই,
নির্বাক এগিয়ে যাচ্ছে বাস -
দুপুরগুলো ঢুকে পড়ছে পাখির ডাক সহকারে ,
দুটি শিশুর কাদামাখা শরীর পেরিয়ে গেলো এইমাত্র
টিউবওয়েলের পাড় ...
একটা - দুটো খুচরো দৃশ্য পেরোতে পেরোতে
ভাদ্রমাসের দূর্গা দেখে
মাটির সাথে কথা বলা শুরু করলাম।

(ছবিঃ তারানে ইব্রাহিমি)

6 comments:

  1. এর চেয়েও ভালো লেখা পড়েছি তোর.. বাঘা বাঘা যাকে বলে.. এটা শুধু ভালো

    ReplyDelete
  2. ভালো ধরেছিস জার্নিটা।

    ReplyDelete