ডালিমফুলের প্রস্তাব
অরবিন্দ বর্মন
এই অব্দি ডালিমফুলের প্রস্তাব হয়েছিল--যে
প্রেত-প্ররোচনায়
টমেটোর লালে ডুবে আছে সামাজিক ওষধি
শুধু পত্রলেখার নাম আজ মানুষের
আমার যত সাম্য ঐখানে নীল শাখাপ্রশাখা
ঐখানে শাদা বরফের বাগানে
অতি-লৌকিক পাখির ঝাঁঝরা নলের ভেতর
অহেতু এই বিষহরী ভাষা যেন একটি ক্রিয়ারূপ
সাফল্য বলতে ভারত সরকার অধ্যুষিত এই রেলডাক
এখনো বুনোবীজ ও মেয়ে অনেকটাই বিস্ময় ভারী করে
অথচ মেয়েদের বাসিমুখে সমতুল
লম্ফমান যুবকের ঘাম ঝরে পড়ে
অতিরিক্ত কাঠের বাদাম এসে টোকা দিয়ে যায়
লোকাল ট্রেনের মতো শিশুদের চোখ
(ছবিঃ মার্তা বাদানো)
লোকাল ট্রেনের মতন শিশুদের চোখ।।। পুরো কবিতাটা অসাধারণ।।।
ReplyDeleteধন্যবাদ ভাই।♥
Deleteদারুণ
ReplyDeleteধন্যবাদ। ♥
Deleteঅসামান্য কবিতা।
ReplyDeleteথ্যাংক ইউ দিদিভাই।
Deleteবা ! অরবিন্দ ...নতুনত্ব ভাবনার দুনিয়া ...দারুণ লিখেছ।
ReplyDeleteথ্যাংক ইউ ♥
Delete