Sunday 10 September 2017

আশ্বিনের কবিতা ১৫

Image result for abstract painting latvia

খোঁজ 
        -জয়শীলা গুহ বাগচী

 এবার তো খেলা নয়
 দিনকাল অগুন্তি হলে
 তরফ ভাগাভাগি হয়
 একের ভেতর
 স্ব এর মধুর
 মধুর মানে দিনআনা ভায়োলিন
 একটা আচমকা শুধু
 রক্তের ভেতর কেঁপে ওঠে
 স্পষ্ট হয়ে ওঠে
 আমি মেজর হই
 বাজতে থাকে সন্ধ্যা
 বাজতে থাকে জীবনভর
 ওকে বলি তীব্রতার গল্প
 ওকে বলি কলম ডুবিয়ে নেওয়া
 এক আকাশ মাথার গল্প
 ও অজস্র কে ঢেলে দেয়
 আমি নিজস্ব হতে চেয়ে
 এক পরিয়ে দিই গলায়

একের চেয়ে উচ্চতা নেই
তাই কেমন ভয়ের মধ্যিখানে
একের বেশীকে খুঁজি
কোটি বছরের একলাটি
শান্ত নিরুদ্বেগ ঘুরে চলেছে
তাহলে একের ঘরে
যে একলাটির গুনগুন
তাকে আড়াল কেন
কেন সেইসব দিনে
ঠাণ্ডা প্রপিতামহ
ফাঁসের কারুকাজে জমাট হন
আমার এক নেই বলে
আমিকে আমরা বলি
আমরা জল হই
স্থল মরুত ইত্যাদির মাঝে
বাহুল্যের বাসর ঘনাই

(ছবিঃ যুরি পাইসার) 

1 comment: