বেখেয়ালি লেখা
-রিমা দেবশর্মা
একপ্লেট ঘুম ঝাপসা সংসারকে হাঁটুতিন এগিয়ে দেয়।তবু উজ্জ্বল এই চামড়ার জোড়াতালিরা কেবল হলুদের মগডালেই চুমু আঁকে।এদিকে নিরন্ন মাছেরা শরীর এলিয়ে এক এক করে পিতল নক্ষত্রের শোভায় আলোর বোতল জুড়ে ভেঙ্গে ফেলে সাঁতার।আশা করছি গামছাভর্তি নিশ্বাস আরো একবার বাঁক নেবে গ্রামীণকোণে।পাল্কিতে স্তব্ধ হতে থাকে নতজানু রুচির অবতল।এহেন মুদ্রায় সূর্য ঢাকা পড়ে যায়। এভাবে মাছের ক্ষেত্রফল কামড়ে ধরে অসংখ্য সাঁকোর অক্ষরমালা।সুগন্ধি গল্পেরা জমা হয় রাতের কাঁথার সুঁতোর ফাঁসিতে।অবশিষ্ট যা কিছু শুষে নেয় মনগাছের সহমর্মিতা।
(ছবিঃ ম্যাথিউ ফেলিক্স সান)
No comments:
Post a Comment