Sunday 10 September 2017

আশ্বিনের কবিতা ১১

Image result for abstract painting bolivia

পদক্ষেপ 
               -অনিন্দিতা ভৌমিক


তার কথা ঘিরে থাকছে আমাকে
বিঁধে থাকছে আঠারো মিনিট সময়
#
অথচ ভবিতব্য তো একটু হতেই পারতো। হতে পারতো একটা গোল বারান্দার অজুহাত। এলোমেলো চলনে ছিটকে আসা ঘন চটির কাদা। ভাষার গোড়া খুঁচিয়ে লক্ষ করি, তার বেগুনি পাতায় ক্ষিপ্রতা। তার ঘেমো গায়ে জল, তার জলের গায়ে দু’মুঠো বচন ভাসে। বুদবুদ শব্দে মিলিয়ে যায় বাহিরে অন্তরে...
আলগা গল্পে এসে কমতে থাকে বাতাসের অনুপাত। চোখ সয়ে সয়ে তার অবজ্ঞা মনে পড়ে। সারাবছর মনে পড়ে তার ভঙ্গি, তার পেশাদারিত্বের কথা। যেখানে ওষ্ঠদ্বয় মিলিত। যেখানে এক হাতে ছুরি আর অন্য হাত বরফকুচির ভেতর।
মৃদু আদেশে ঘাপটি মেরে থাকে।

( ছবিঃ উইলেম দে কুনিং)

No comments:

Post a Comment