প্রতিবর্ত
-বেবী সাউ
অভিমানে খাট ঘুমিয়ে পড়েছে বলে
আলো মৃদু সুরে গুছিয়ে তুলছে
এঁটো বাসন আর খুন্তির টুকিটাকি
দূরে এন এইচের শব্দে গাঢ় হচ্ছে
বিকেলের যাতায়াত
ভুলে যাওয়া লকারের চাবি
স্রোত চিনি না
পাড় চিনি না
কালপেঁচার ডানায় ভরে আছে
জন্মান্তর ক্ষত চিহ্ন
পড়ে আছে
( ছবিঃ এনজো মোদোলো)
No comments:
Post a Comment