Tuesday 21 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ৬

সার্চ ইঞ্জিন
-শৌভিক দে সরকার

অন্তর্নিহিত মাথা আর তার পাশে
আমি একটি শহরের চিহ্ন আঁকলাম

ঘ্রাণের সমারোহ, ব্যস্ত রাস্তার দশদিক
পুনর্বাসনের অধোগামী চিল
ঘৃণা ও মারীর অন্যপ্রান্তে প্রেরিত চৌকাঠ
শুধু পতন রহিত একটি বাড়ি, সন্দেহছায়া

আমি ঐ বাড়িটির ছায়ার ভেতর
আবার একটি ভুল নির্দেশিকা আঁকলাম

আকাশপ্রদীপের মাসের কবিতা ৫

যা গড়িয়ে আসছে 
 -নীলাব্জ চক্রবর্তী



যা গড়িয়ে আসছে
তার নাম মরসুম রাখি আর দেখি
গোলাপি রেইনকোট জুড়ে
বড়ো হচ্ছে ওই দেওয়াল
তবু
মিছিল নিয়ে
কোনও কবিতাই লিখতে পারিনি
ফোঁটাগুলো ব্লাশ করছে দেখে
কবিতার শরীরের দিকে দ্বিধাহীন
ভাঙা অক্ষরগুলো ফের
জুড়ে যায় আর
একটা বৃত্তের কথা চলে আসে
রোদের আবছা ভেঙে
ছড়িয়ে
খুব পড়লো
সাদাকালো ঘুমের একটা দীর্ঘতর স্যুটকেস

Monday 20 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ৪

ক্রমাগত 
- বেবী সাউ

এই সন্ধ্যায় হাতজোড় করে কী চাও 
সমস্ত চাওয়া জুড়ে এত কোলাহল 
এত ক্ষুধামেশা চোখ 
                   জেনেও 
অদেখা পাথরে হাত পেতে থাকা মানায় না তোমায়

সন্ধ্যা আলোয় পুড়ে যাচ্ছে জমানো শ্লোক 
এতদিনের ক্ষুধার ক্ষেত্র 
নির্জন বীজ 

নোনা জল নামছে স্তন বেয়ে 
শ্বেত কনিকায় ধূসর গোধূলি 
মায়াকাজলের লোভ 

শেষ মৃত্যুর আগে ঠিক কতগুলো 
মৃত্যু উপত্যকা পেরোতে হয় 
          হবে , প্রিয়

আকাশপ্রদীপের মাসের কবিতা ৩


কি দ্বিধা রেখে গেলে...
- নীলাদ্রি বাগচী

খাতার পাতায় তাই লেগে আছে নীরব হাতের
ঘুমের ওষুধ থেকে ঝাড়া শযাদৃশ্য ফের
ডাক দিলো ধুলোর সদরে
বেহায়া সাইকেল ফিরল
ফুরনো বিকেল
শান দিলো ইঁদুরের নম্র গর্তে, সঞ্চয় দিনে

একটি নৌকার গুণে অচিহ্নিত মার্কা হয়ে গিয়ে
চোরা শহরের থেকে জল ঝরল
ভুটান পাহাড়ে গেল
পূরবী ভেজানো সন্ধ্যে
গাড়ি গাড়ি পোলট্রির স্বাদ

লাগে না লেখার মর্জি  রোলকল ছুঁয়ে আসে
মাঝেমধ্যে
মাঝেমধ্যে অতিরিক্তে এরকম ফেরতাই ধুন
হাতের পাতায় লাগা
খাতার পাতার অকারণ......

Sunday 19 October 2014

আকাশপ্রদীপের মাসের কবিতা ২


প্রস্তাব
-অতনু বন্দ্যোপাধ্যায় 


মুখোশ পারছে এখন ভেঙে পড়া রাত্তির  

সর্বনাশের 
কিছু উত্তর ছিল বলেই  করে ফেলা ভুল 
                         লম্বা আয়নার সাথে 

আর চিবুকের সমান্তরাল 
চাইছে প্রস্তাবের অপেক্ষা
বাড়িটার জ্যোৎস্না বাজারে 

সামান্য সূর্য ফিরে এলো আবার  
ফিরে এলো শহরে তখন
                  
                  আঙুলের তৃতীয় উৎসব এ

আকাশপ্রদীপের মাসের কবিতা ১

ফেনা
-হাসান রোবায়েত

১.

ঘ্রাণ কি জবার আয়ু 
তবে কেন প্রথম ধাতুর কাছে 
দাউদ দাউদ বলে হাহাকার 

সাধু মীন, এখনো নিয়ম করে 
ভেসে ওঠে রোববার 
বোতামভীতির কাছে রেলবন 
দূরে ডিগ্রি ডিগ্রি ব্রিজ 
ইকুয়াল  হাওয়া 

২.

গাছ ও পথের মাঝে কোনো শূন্যের খেলা নেই
যে-টুকু ফাঁকা 
সবখানি চিনে নেয় পা
কেউ কেউ দাঁড়ালেই 
কোমরে টান মারে সাবানের ফেনা
ফুলে ওঠা প্রচ্ছদ রপ্ত করে হাওয়া