Friday 22 September 2017

পুজোর কবিতা ১৭

Image result for goddess abstract painting

প্রেমসংক্রান্ত
                 -অনু সঞ্জনা ঘোষ 

পূর্বাভাসে কোনো নাম লেখা নেই। লেখা নেই মধ্যরাতের জেগে থাকা। গল্পে গল্পে সমস্ত কালো জেনে গেছে ভোর আসন্ন নরম বাতাসে। আমি খুলে দিয়েছি আমার দক্ষিণের জানালা। খিড়কীর ওপারে অনর্গল কথা বলা। মরসুমি বাতাস যত্ন লিখে রাখে টেবিলের কার্নিশে জুড়ে। শব্দের ভেতর শব্দ কথার ভেতর কথা যায় জড়িয়ে। গ্লাসের গায়ে ফুটে ওঠে ছোট ছোট চোখ। অভিমান ছড়িয়ে শুয়ে থাকে ভাঙা কাঁঁচের গ্লাস। তুমি তাদের নাম রাখো অসুখ।

এক পক্ষ জুড়ে বাঁ পাশের অলিগলিতে তুমুল ঝড় । মুহূর্তেরা সমান্তরাল কবির হাত ধরে। না জানার অছিলায় সব জেনে যায় রবি সোম মঙ্গল। আজকাল রবিবার গুলোর আর ছুটি হয় না। খোলা ছাদ। বিষাদের গ্লাসে ডুবে থাকা অবসর। ভোকাট্টা ঘুড়ির টানে চশমা খুঁজে চলা। আচ্ছা বাতাসের কি নাম হয় না?  হয় তো। তবে কি নামে সাজাই আমার বারান্দা। এক মুঠো শরৎ হাতে খোলা আকাশ দিয়ে গেলে তুমি। আমি তোমার নাম রেখেছি প্রেম।

প্রেম ভালো থেকো।

(ছবিঃ প্রাচীন অ্যাজটেক শিলাচিত্র) 

No comments:

Post a Comment