Friday 22 September 2017

পুজোর কবিতা ৪

Image result for mother goddess abstract painting

সুপারিকিলার
                      -অভ্রদীপ গোস্বামী



আজ থাক বলে লাফিয়ে নেমেছি জলে
কাদার স্নায়ু ও সন্তরনে
ভিজে গেল মন
প্রতিক্রিয়াহীন

আজ দূরে আছি কংক্রিটে ইঁটের পাঁজরে
জল নেই স্থল নেই
কেবল সামান্য আকুতি
ত্রানতহবিলে



এসো আজ একলা নাবিক
ওই তো তোমার ডিঙি নাও
জলথইথই এপার বাংলায়
যত খুশি আর্ত ও খর্ব মানুষ
জমা করো
জমা জলে ভেসে যাক
মশার লার্ভা কিম্বা অসুন্দর
ময়লা প্রকাশ



এসো ধান খাও চাল খাও
খাওয়া শেষে তাকাও আকাশে
বৃহত্তর পর্বত গহ্বরে
এতলাসের মানচিত্রে
আঁকা হোক ঝুলকালি
সঙ্গমের ফ্লাইং সসার।
মানবের জন্মদাগে লেখা ছিল
গতজনমের সুপারিকিলার।

(ছবিঃ অ্যালিসন জনসন) 

No comments:

Post a Comment