আত্মগোপন
- অভিশ্রুতি রায়
পুরোটা গড়ে তোলার আগেই
হেরে যাচ্ছি দেওয়ালের খসে
পড়া থেকেও বেশি করে
ওঠার চেষ্টায় বালির গন্ধটা ভারী হয়ে উঠছে ক্রমশ
আমি আটকে থাকতে পারছিনা কেরোসিনের অবাধ্য গলনাঙ্ক ধরেও
পিছু পিছু এই পিছলে পড়া
আমি শক্ত হয়ে নেই আর
তাই তরলের রেখা ধরেই এই আত্মগোপন
আমি জীবন্ত হতে পারবোনা
তাই জীবাশ্ম নামেই বেঁচে আছি তোমার পাললিকে
(ছবি ঃ কনস্তান্তিন ফ্লোন্দর )
No comments:
Post a Comment