Tuesday 11 July 2017

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৮

Image result for abstract painting latin chilean painter

পাখিদের সংসার
                   -তন্ময় ধর

পাখিদের সংসারের ভেতরেই
একটা ধূসর শব্দ ঘুমোতে আসে।
আমরা পাশ ফিরি
খালিপেটে তীব্র এক নক্ষত্রকে গিলে ফেলি
ভেঙে পড়া শব্দচূর্ণের ভেতরে ডেকে ডেকে
ঘুমের স্থান নির্ধারণ করে পাখি
আয়নার সংসারে ঠোকর দেয়
আমাদের ডিম ও মাংসের ভিতরে ঢুকে যায়
 ব্যর্থ এক রন্ধনপ্রণালী
দুধ-গাছ, দুটি পাতা, গাঢ় তরুক্ষীর
আরো অব্যর্থ এক ব্যাধপ্রণালী
একটু উড়ু উড়ু
সর্বনাশ বলে' আমরা পালক গুছিয়ে রাখি
বহিঃস্থ আকাশে

ছবিঃ রবার্তো মাত্তা

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৭

Related image


নির্বাসন
    -অনিন্দিতা গুপ্ত রায়

ক্রমাগত রিফু করতে করতে হাঁফিয়ে উঠেছিলাম
তাই সুঁচসুতো হারানোর গল্পে আলো নেভাই
অতঃপর ঝুলি থেকে বেড়াল বেরোয়, সাবধানী--
তাকে ডেকে মাছ দিই, দুধভাত মেখে দিই হাপুসহুপুস
খেয়েদেয়ে থাবা চেটে সে লাফায় গলার দিকেই
আমারই কণ্ঠনালী ছিঁড়ে নিতে আসে
তার দিকে আলতো হাতে নামিয়ে দিই হাসির দোলনা
জ্বর আসে খুব, ঘুম আসে---মৃত্যুস্পর্শ
এক অসমাপ্ত লিখনপর্বের দিকে চলে যাওয়া থেকে যায়
অনিচ্ছুক জানলা ছুঁয়ে ফিরে আসার মধ্যে









ছবিঃ ক্যারাইন স্বেনসন



শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৬

Image result for abstract painting norway

পাথরের রাবার
             -অভিষেক ঘোষ


যে গতিতে কোন ধাক্কা নেই,
আছে পাথর লড়াই
আমি সরাতে থাকি নদীর চর,আগুনে পোড়া
মাটি।
ঢেউয়ের কঙ্কাল মাংস পেলে, মৎস্যজীবীর
বাড়িতে আসে,খিদের শব্দ,হাভাতে ঘাসে প্রতিটি
কুয়াশা হাঁটে ভোরের আগে,তারও আগে
কেউ...
পুকুর ঘাটে সূর্য বেঁধে হারিয়ে যাওয়া ঢেউ
তাকেই যখন খুঁজতে যাবো,সারে ছ হাজার
সন্ধ্যা পারে...
দেখব শুধুই শুকিয়ে গেছে
আলো.....
আমি মুছে এসেছি,সেই আঁধারই পথ
তোমার দেওয়া উপহার,
পাথরের রাবারে।

ছবিঃ স্বেইন কনিঙ্গেন

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৫

Related image

গাছ
    -হাসান রোবায়েত

মানুষের মুখের দিকে তাকালে তোমারও মনে হয়
আত্মহত্যার পাশে
ছাতিমের নিজস্ব কোনো বন নেই—

গাছের নিবেদন-কালে
কে আর ছায়াকে ভেবে নেয় সন্তান!

হিংসার মর্মঘেঁষে প্রতিদিন কিছু পাতা ঝরে যায়


ছবিঃ অ্যান্ড্রিয়া প্রামুক

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৪

Related image

আবেশ
        -অভিশ্রুতি রায়

 ঘাম দিয়ে গলে পড়ছে সময়
কপাল থেকে গাল, গাল থেকে ঠোঁট.....
 এই সড়ক জুড়ে কত ভাঙা মেঘের শ্রাবণ নেমেছে।
কানটা মিছিমিছি ভিজে ওঠা পদ্য গুলোকে লুকিয়ে রাখতো।
দুটো ঠোঁটের মাঝে কখনো বসন্ত গড়ে উঠলেও,
শুকনো বালিতে উটের ভার  বড্ড অসহ্য হয়ে ওঠে।
শীত কাতুরে পিঁপড়ে গুলো এক আঙুল জায়গা মেপে নিচ্ছে অলক্ষ্যে গড়ে ওঠা উদ্দেশ্য-বিধেয়হীন স্তবকটিতে।
পড়ে আছে কেবল দু-চারটে ভাঙা রোম কুপের গল্প।
 যারা শুধু বিন্দু বিন্দু জল মেখে দিচ্ছে শরীরের উত্তরায়ণ জুড়ে।।

ছবিঃ অ্যালিসন জনসন 

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ৩

Image result for abstract painting

আষাঢ়, দমদম
                   -নীলাদ্রি বাগচী

১. ছাতাটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে আর রৌদ্র চড়ে যাচ্ছে দ্রুত। আসলে নতুন ছাতা ফলে ঠিক বাগেও আসে নি। রৌদ্র কিন্তু সাধারণ নিয়মে দখল করেছে চারপাশ। ভুলের অধিক ভুল ছাতার বিকল্প কিছু কখনো ভাবিনি। এখন দহন নিচ্ছি। স্নায়ুযুদ্ধ। মায়াবন বিহারিনী সঙ্কেতে নিরূপণ করে যাচ্ছি রোদের অধিক ক্রোধে। রৌদ্রজাত সুনিশ্চিত অসুস্থতার পটভূমি...

২. কড়িবরগার ছাদ অনেক উঁচুর থেকে নিরীক্ষণ করে যায় এইসব ঘুম। এইসব স্বপ্ন, রোদ, অযোগ্য উপাখ্যান পার করে হেলে যাওয়া ঈশ্বরের অনিচ্ছুক ছবি। সে দেখে রক্তপাত, চোট আঘাত, ক্ষতের লাবণ্য মেনে জমে ওঠা থকথকে পুঁজ এঘর ওঘর করে। লালা ওগড়ানো দিন দুপুরের ওইপারে চেতনের ঊর্ধ্বে ওঠে মূর্খ সাম্রাজ্য সুখ পায়। হাঁটু ভেঙে মিশে যায় সিঁড়ির অতলে.....

এরপর বৃষ্টি আসে হন্যমান মেধাকে যত্নে সরিয়ে দিয়ে দূরে...

৩. চিন্তা জড়িয়ে যায় কেননা দেয়াল হেলে আসে। কাঁঠালিচাঁপার গন্ধ অপরিচিতর চেয়ে অল্প বেশী পরিচিত। পক্ষপাত এ অবধি। চিন্তা তার অধিক বোঝে না।

সে বোঝে মরূর দেশে দূরবর্তী পাহাড়িয়া স্মৃতি ক্রমে ঝাপসা হয়ে যায়। বৃষ্টিহীন চরাচরে অনবরতর চাপে সুস্থিতি আসেনা কখনো। মেধা ক্ষয় হয, মেধা আয়ুর সীমিতে এসে ঠেকে...

দূরে হিন্দি গান বাজে.. সৃষ্টি স্থিতি তর্ক করে ... নিরূপণ অনির্দিষ্ট.. সঙ্কেত কটাক্ষ প্রমাণ...

৪. ভেঙে ফেলতে চাইলে আয়না বা সম্পর্ক এগুলো সহজে মনে আসে। এতবড় আমি এতটুকু আয়নায় সম্পূর্ণ এঁটে যাই বলে আমি সম্পর্ককে দেখি। দেখি বৃষ্টি ছাঁটে জানালা খানিক ভিজে গেছে। ভেজা গন্ধে বাতাস এঘর ওঘর পাক দিচ্ছে।

না পাওয়া কবিতার মতো দিন ফুরিয়ে চলেছে ক্যালেন্ডারে গুরুত্ব না দিয়ে...




ছবি ঃ গুলরেজ আলি


শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ২

Image result for abstract painting


অ্যাসপিরিন
               -রঙ্গন রায়


যেন একটা জ্যান্ত পাখিমৃত্যু মুখের ভেতর
ডানা ঝাপটাচ্ছে
বুকের বোতাম খুলে বেড়িয়ে যাচ্ছে
পালক পালক জীবন ...
ভীষণ হাল্কা হয়ে যাওয়া এই রাস্তা
কৃষ্ণচূড়ার পরেই অ্যাসাইলাম -
উৎসব আর মাথাব্যাথা  সমান্তরাল
গরাদের ফাঁকফোকর দিয়ে -


মোজা ফেলে রেখে ছুটছি
অলৌকিক হাতঘড়ি গুলো খুলে রাখা
আর এই অত্যাশ্চর্য কুয়াশাবাগান
জেলির মার্মালেড বেছে বেছে
হাঁফিয়ে উঠছে রুমাল
প্রতিটি বারান্দায় উলের চাদর
                              পেরোলেই ঐশ্বরিক টুপি


ছবিঃ সিমোন কেনী

শ্রবণা নক্ষত্রের মাসের কবিতা ১

Image result for abstract painting

কীভাবে বিন্দুর সীমানা থেকে ফিরে আসতে হয় জানা নেই
                                                                  -পূজা নন্দী



কিছু গন্তব্য তোমার থেকে শুরু হয়
সব গন্তব্য তুমি নও
ঠিক যেমন বাঁকের পর বাঁক আসে সশব্দে
আর শহর জুড়ে কেবল গল্প লেখা বদলের


এবার বেশক উঠে পড়া সকাল হতে পারো
কখনও এক বিকেল থেকে অন্য বিকেল  যেভাবে গন্তব্য হতে পারে...






ছবিঃ মার্তা জাওয়াদস্কা