উপাসনা
- বিপ্লব গঙ্গোপাধ্যায়
অপেক্ষা খুলতে খুলতে এক সময়
শ্যাওলা ধরা আঙুলে উঠে আসে চুড়ির শব্দ
নূপুরের প্রতিবেদন
আর ধুলোট চোখে নদীপথের ইশারা ।
অন্ধকার কাদা হয়ে শুয়ে আছে ঘুমে
তাকে জাগাতেই হবে আজ
সে জাগলে কয়েকলক্ষ প্রজাপতি উড়ে যাবে বারান্দায়
সে জাগলে স্তব্ধ নিঃশ্বাসের পাশে একটি নক্ষত্রতিল ফুটে উঠবে
সে জাগলে চোখের সমস্ত দিব্যতায় টুকরো টুকরো হয়ে যাবে
চশমার অব্যর্থ আয়োজন
আমি অনন্তকাল দাঁড়িয়ে আছি অপলক ।
( ছবিঃ গাসান গালিব )
No comments:
Post a Comment