Friday 22 September 2017

পুজোর কবিতা ১০

Image result for abstract goddess painting

দেবীস্তোত্র
               -আকাশ গঙ্গোপাধ্যায়

১)
অন্ধকার গাড়িবারান্দা দিয়ে
নামতে নামতে পৌঁছে যাচ্ছ দরজায়।
যেকোনো ঝড়ের আগে যে নিশ্চুপ শান্তভাব
ঘিরে ধরে আমাদের, তারই সূত্র টেনে তুমি আওয়াজ করে হাঁটছ চটিতে,

যারা ভীষণ একা
এই পা ঘষার শব্দ কখনও সঙ্গ ছাড়ে না তাদের

২)
মণ্ডপ অন্ধকার, এদিক ওদিক পেরেক ছড়িয়ে…
তোমায় ভাবাচ্ছে শুধু এখনও তো প্রতিমা এলো না

প্রবল বৃষ্টিপাত
ঘরবাড়ি
বন্যায় ডুবেছে

দেরিতে আসবেন মা
পথ খুঁজে
অন্য পথ দিয়ে…

৩)
শহরের রাস্তা দিয়ে হেঁটে যেতে চোখে পড়ে ক্ষেত…
দিগন্ত ছুঁয়ে আছে ধানের শিষ। ক্রমশ রঙিন
বদলাচ্ছে শিষের রঙ
সবুজ-হলুদ-বাদামি থেকে কালো

চাষার ক্লান্ত মেয়ে জল ছেঁচে ফিরে যাচ্ছে ঘর
আলো তার
চতুর্দিকে কী প্রচন্ড আলো…

৪)
চেতনা গভীর স্নেহ বাহুডোরে আজও তার ঘ্রাণ
মুঠোয় পুষ্প ভরে পাশে এসে দাঁড়ালেন দেবী
এ দেবী ফিজিক্স ব্যাচ, বুধবার সকালে শোনান
আমারই পাশের বেঞ্চ, দেবীপক্ষে বাড়ি ফিরে আসে

আকাশে অস্থিরতা; ঢেলে দেয় সিঁদুরে মেঘের
মৃদু কণ্ঠ কাঁপে তার তিরতির, বোধনের বাণী
এপাড়ে মানুষ সত্য প্রতারণা পর্দার ওপাড়ে
অথচ জন্ম থেকে ওকেই ঈশ্বর বলে মানি

(ছবিঃ জ্যাক ভ্যাঞ্চেট) 

No comments:

Post a Comment