তারাধূলিপথ
-হাসান রোবায়েত
ভাবছি, একদিন খুব গভীর পানিতে তলিয়ে গেলাম—তারপর, ধীরে ধীরে হিম সেই পানির স্রোতে ভেসে যাচ্ছি—আমার চারপাশে, নানান লতাগুল্ম, ফুলের ভেতর ঠোঁট ঢুকিয়ে পাখিরা আমাকে দেখছে—একটু নিচেই মাছ— আমার মৃতশরীরের নিচে সাঁতার কাটছে—
সেই অনেক নদীর দূরে কোথাও একটা অশোক গাছ—সেখানে তারারা নিচে নেমে আসে—উড্ডীন তুলাগুলো আমার সাথে সাথে উড়ে যাচ্ছে ঝরা নদীপারের দেশে—কেউ হয়তো ওপারে আছে যে আমাকে কাঠের গোধূলি দেবে, নদীর মায়াঞ্জন দেবে—
( ছবিঃ দিমিত্রি কুস্তানোভিচ)
No comments:
Post a Comment