Friday 5 January 2018

হিমেল মাসের কবিতা ১


Image result for gaganendranath tagore painting stair

অমৃতকুম্ভ
       -সোনালী মিত্র 


লুকিয়ে চুরিয়ে কী এত দেখছেন !
যা দেখা যায় না দৃষ্টিতে বুঝি তার স্পর্শ চান ধ্যানের মহিমায়?
অহঙ্কারী যুবকবেলায় এসব মানায় না আপনাকে
বরং শিরদাঁড়া সোজা করে দেখুন,
ফড়িঙের ডানার রঙ-স্বচ্ছতা নিয়ে দেখুন
দুধ-সফেদ ফ্যানায় উত্তাল শরীরী ঢেউ
আমার উন্মুক্ত নাভিকোষে অসুরশ্রেষ্ঠ মধুকৈটভের জন্ম
দেখুন নির্মেদ যোনিকেশরে উষ্ণায়নের সৃষ্টি-স্থিতি-লয়
সেখানে বিশ্রামরত আদি -অন্ত ত্রিকালজ্ঞ প্রতিটি পুরুষ
দেখুন কৃষ্টসভ্যতার উৎকর্ষের আগুন
এসব যদি না দেখতে চান,তবে দেখবেন'টা কী ?
বৈষয়িক ঘানিকলে পৃষ্ঠ হাড়গোড়
অধিসৌরবছর ধ্বংসে আছেন দেবী,অধিসৌরবছর বুক পেতে কৃষিক্ষেতে
উৎপাদন শ্রেষ্ঠা নরমত্বকে মাভৈ: উপনিষদের গন্ধ
চার্বাকদর্শন পোষা আছে আমার বিপদজনক ভাঁজে ।
এখনো কি মানবেন না,বৈদ্যুতিক চুল্লিজাত চুম্বনে
ধ্বংসের আগে অমৃতকুম্ভ আমার জন্মগত অধিকার?

(ছবিঃ গগনেন্দ্রনাথ ঠাকুর )

No comments:

Post a Comment