Friday, 5 January 2018

হিমেল মাসের কবিতা ১৫

Image result for abstract painting indian artist

বিকার 
        -জয়ীতা ব্যানার্জী গোস্বামী 

এভাবেই বসে আছি কতক্ষন ...

একটা জ্বরের মত দিন । চোখ জ্বলা আলোর উঠোনে -

হলুদ পাতার হাতে জলপটি শুকিয়েছে । সারি সারি ব্যথাগাছ ।


অচেনা পাখির সাড়া পথ্য হতে পারত যদিও...

অথচ এসব কিছু না ভেবেই শুধু  কবিতা পড়েছি বহুকাল ।

(ছবিঃ জিগ্নেশ পাঞ্চাল) 

2 comments: