বিক্ষিপ্ত
-কৃপা বসু
১.
ঈশ্বর ভেবে পাথরের বুকে পুঁতে দিই তুলোর চারা।
আদরের নখে কেটে যায় ঘাসের শরীর।
পিলসুজে গেঁথে রাখি ব্যথার মলম,
ছাই দিয়ে মেজে ফেলি দাঁতের গোড়া।
২.
অনেকখানি নিঃস্ব হলে কবিতারা
চুঁইয়ে পড়ে ব্রহ্মহস্ত থেকে ধুলোর কাগজে,
কুলোর শরীর বেয়ে নেমে আসা চালের মতো।
নিষ্কাম বালিশ জেগে থাকে ঘিলুর ভেতর।
ছাদের তারে মেলা বিধবা থান
স্নেহ-উলে ঢেউ বুনে চলে তবুও।
সাদা পাউডার ভেবে মেখে ফেলি
ফরমালডিহাইডের গুঁড়ো,
কাঁটা বেছে হাওয়ায় ভাসে তোমার আমার গোলাপকোঠা।
৩.
ময়ূরের মুরালির তালে ময়ূরীর বুক
থেকে খসে পড়ে জলের লেহাজ।
জিভের নীড়ে গজায় প্রেমের শিকড়।
ফুলেল দোলনার পাশে নুয়ে থাকে শিশিরের ঘ্রাণ।
জামরুল বন পেরিয়ে যায় আলোর সাম্পান,
সাপের পোশাকে জেগে থাকে শীতের রোয়াব।
(ছবিঃ পিটার দানিৎসিন)
No comments:
Post a Comment