হৈমন্তী
-পুরঞ্জয় তন্তুবায়
তোমার চোখেই বাঁধ ভেঙেছে রাত
নিরুদ্দেশে ঠিকানা যায় ভেসে,
পালকি ভেঙে আঁধারে ঝঞ্ঝাট
জড়ায় তোমায়।পুরণো অভ্যেসে।
তোমার মনেই সেতুর সুতো জানি
অনেকটা পথ গড়েছে একপলে।
বিভেদী প্রেম,সাজানো ফরমানি
দূরত্বকে ছোঁয়ার কথা বলে।
তোমার শরীর বাদল বিভোর বেলায়
একাকীত্বের আকাশ মাপা জল,
সেতুর পরেই বন্যা অবহেলায়
বানভাসি মন।আবছায়া অঞ্চল।
প্রতিচ্ছবি। আয়না-হৃদয়।স্মৃতির
রাত বলেছে আর যাব না ভেসে।
জাগ্রত মন শিশিরে অস্থির
এক পা দু'পা। তোমারই উদ্দেশে।
কিন্তু তাতে ঢেউ ছিল কি আদৌ?
বাতাসে যার হৃদয় গোণা হয়!
আয়না-হৃদয়, প্রতিচ্ছায় আস্বাদও
নিমজ্জিত নদীর মতো নয়।
তবুও তোমার চোখেই যেন ধরা
একমুঠো রাত।তন্বী শতদল।
সেতুর এপার দাঁড়িয়ে মুহূর্তরা
আর ওই পারে আয়না ভাঙা জল।
(ছবিঃ গ্লেন বাওতিস্তা)
No comments:
Post a Comment