শরীরের লেখা
-দীপান্বিতা সরকার
১
তোমার কলম বিঁধে আছে
এখনও মগজে। নাকি বাঁশি ?
কোন দিকে বিগ্রহের শিলা ভাসে বুকে
প্রতিটি মুদ্রায়, সাঁকো বেয়ে
নেমে আসে দেহরন্ধ্র সূচের নেশায়
পাতো নদী গন্ডগ্রাম জখম সকাল
আলোপট জুড়ে জুড়ে লেখা
বেখেয়াল খিদে তবু পথে যেতে যেতে
স্মরণ করেছ মাত্র অমনি দেখো কার
একটি দুটি বৃন্ত খসে পড়ে
২
ঈশ্বর গিয়েছে ফেলে বীর্য অপরূপ
সূর্যাস্তে চেতনাফুল রঙ ধরে আকাশে আকাশ
ছেয়ে মরে গেছে ডুবে গেছে যত নৌকা
অদৃষ্টের দায়ভার কার ?
শয্যাভঙ্গি ছুঁয়ে এসো লন্ঠনের আলো
ক্ষীণ অতি ক্ষীণ আঙুলের ভারে
উন্মাদ রমণ-ছায়া
মাটির দেয়াল চিরে ঠোঁট জিভ ঘষে
৩
সহজে বেঁধেছ গান
গানের শরীর, মুখ বাঁধো চোখ বাঁধো গো লজ্জায়
প্রেমের শাস্তিও শুধু আজ তাকেই মানায়
(ছবিঃমার্সিয়া বল্ডউইন)
No comments:
Post a Comment