Friday 5 January 2018

হিমেল মাসের কবিতা ৩


Related image

জরুরি আদরের নাম
                  -সম্পিতা সাহা

১.
এদিকে এখন ঘরভরা মৃত্যু
অথচ কেউ খেয়াল করছে না
প্রত্যেকের কমবেশি খিদে পেয়েছে।
দীর্ঘদিন চিবিয়ে না খেলে
পরাসেধ দাঁতেও মেদ জমে,
আর আমরা আরও বেশি করে
পিপাসার খাবারে অভ্যস্ত হয়ে পড়ি...

২.
এই সম্পর্কে শিকড়ের ধর্ম
গ্রহণীয় হয়েছে রোজ।
তুমি মাটি, আমি শিফার মতো জীবন...
ইন্দ্রিয় ছাড়া শুনলে তোমার নিশ্বাস, শীত লাগে।
ফোটা শালুকের মতো ঠোঁটে কেবল
আত্মজীবনী লিখে যাও একটানা...

(ছবিঃ আর্শাইল গোর্কি )




No comments:

Post a Comment