ঘনত্ব
-দেবাশিস কোনার
আকাশ কাঁপিয়ে তিরের মত এসে বক্ষ ভেদ
বমি পায় বরফের শিরা - উপশিরা বেয়ে আসা লাথি
ঘনত্ব মাপার আগে মেপে নাও জঙ্গি উপকূল
তেরছা চোখ খলনায়কের তুঘলকি আয়োজন
নামকরণের আদি , মধ্য এবং অন্তিম ইতিহাস জেনে
কি লাভ ? শুধু একটা উচ্চারণ - তার এতো বৈভব !
জীবন বাজী পোরানোর আচ্ছাদন । কল্কি অবতার ।
দুঃশাসন প্রচারক মাইলেজ পাচ্ছে বড় বেশি
কি হবে বেলি ফুল শুকে যদি না উষ্মা ফলকে গান বাজে ?
আসছে দরিদ্র দিন পিঠে।হা-অর্থ -- তুমি কি শীতলপাটি?
ঘনত্ব মাপার আগে আমাদের হিসাবগুলি দেখ ! আমরা,
নিজের মতো করে আকাশে সাঁতার কেটেছি । আমাদের
ঘরবাড়ি আলো; কেন যে হটাত মাটি চাপা পড়ে গেল ,--
দেখবে না এসে , এই মাটিকে ভালবেসে ? অত্যাচার আর
অবহেলার এ এক চিরন্তন ছায়া । কত কাল বল কতদিন
এভাবে রক্তিম হবে মাটি ? এসো বর্শাফলকে লিখি দাগ !
ঘনত্ব বজায় রেখে পার হই সহস্র অনুপাত .
(ছবিঃ উতে লাউম)
No comments:
Post a Comment