Friday, 5 January 2018

হিমেল মাসের কবিতা ৮

FineArtSeen - Aus naechster Naehe (at close range) by Ute Laum. This original abstract painting is full of colour and comes from the collection on FineArtSeen. Click to view more art at great prices from the Home Of Original Art. << Pin For Later >>

ঘনত্ব
       -দেবাশিস কোনার

আকাশ কাঁপিয়ে তিরের মত এসে বক্ষ ভেদ
বমি পায় বরফের শিরা - উপশিরা বেয়ে আসা লাথি
ঘনত্ব মাপার আগে মেপে নাও জঙ্গি উপকূল
তেরছা চোখ খলনায়কের তুঘলকি আয়োজন

নামকরণের আদি , মধ্য এবং অন্তিম ইতিহাস জেনে
কি লাভ ? শুধু একটা উচ্চারণ - তার এতো বৈভব !
জীবন বাজী পোরানোর আচ্ছাদন । কল্কি অবতার ।
দুঃশাসন প্রচারক মাইলেজ পাচ্ছে বড় বেশি

কি হবে বেলি ফুল শুকে যদি না উষ্মা ফলকে গান বাজে ?

আসছে দরিদ্র দিন পিঠে।হা-অর্থ -- তুমি কি শীতলপাটি?
ঘনত্ব মাপার আগে আমাদের হিসাবগুলি দেখ ! আমরা,
নিজের মতো করে আকাশে সাঁতার কেটেছি । আমাদের
ঘরবাড়ি আলো; কেন যে হটাত মাটি চাপা পড়ে গেল ,--

দেখবে না এসে , এই মাটিকে ভালবেসে ? অত্যাচার আর
অবহেলার এ এক চিরন্তন ছায়া । কত কাল বল কতদিন
এভাবে রক্তিম হবে মাটি ? এসো বর্শাফলকে লিখি দাগ !
ঘনত্ব বজায় রেখে পার হই সহস্র অনুপাত .


(ছবিঃ উতে লাউম) 

No comments:

Post a Comment