চিত্র প্রদর্শনী
-শমীক ষান্নিগ্রাহী
১।
আলো নিয়ে যে সব কথা বলা হচ্ছে
তার পেছনে অন্ধকার দাঁড়িয়ে থাকে
আমি গান লিখি বলে
এখন আমাদের খুব কাছাকাছি আসা প্রয়োজন
বিকেল নিয়ে দু’একটা লাইন লিখে ফেলে কেউ কেউ
হাঁটতে হাঁটতে তারপর কত গান হয়ে যাই
২।
মেয়েদের বিষয়ে আমি তেমন কিছু জানি না
চিঠির বদলে বন্ধুরা হাত ধরে হাঁটা দিল
তুমি হাঁপিয়ে উঠছ
প্রেমিক নামে বাগানের ভেতর
স্মৃতি নিয়ে লিখতে বসে তাই
সামান্য রোদ পড়ছে জানালায়
(ছবিঃ রোডলফো সামোন্তে)
No comments:
Post a Comment