বেমালুম
-দেবারতি চক্রবর্তী
চিঠির শেষ শব্দটা ভুলে যেতে চাই
আব্দার রাখার মতো তোকে কোথায় পাবো
টেবিলের চায়ের কাপ ঠিকানা হারায়
সারা ঘর জুড়ে অনেক ছবি
কান্নার ছাপ বালিশের বিরক্তি
হাতপাখায় ধূলোর বংশ বিস্তার
আজকাল আর বা পাশের জানালাটায় ডাক পরে না
অপছন্দের বইগুলোই শেষ ঠাঁই
পছন্দেরা তো কবেই ছেড়ে গেছে
(ছবিঃ পাবলো পিকাসো )
No comments:
Post a Comment