আলো
-জয়শ্রী ঘোষ
সারা দিন খেলা ঘর, এলো চুল, অযথা বাজে বোকাবাক্স ,টেলিফোন ১টা ২ টো ৫টা রিং
ও কিসের শব্দ ?
ব্যথাই ওষুধ
কান্না ব্যথাই
প্রেমিক আকাশ আর টিমটিমে আলোকে ধরে নিই সূর্য
বেত রাখা আছে, ভয় হয় চিরসখা
রোদ মাখি ভেবেছিলাম শীত, কাঁচে বিন্দু শিশির
ফেংশুই বাজে টুংটাং
হাঁড়িতে ফুটছে ভাত
সাদা সাদা
কড়িকাঠে লেগে আছে চুরির দাগ
সাইরেন বেজেছে যত পারদ বাড়ছে ততই
মুখ ভার করেছে জ্বর
খোলা পিঠের কারুসাজে বিগত রক্তের দাগ
(ছবিঃগণেশ ডোড্ডামনি)
No comments:
Post a Comment