Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ১৭

Related image

অনায়াস, তোমাকে... 
            -পূজা নন্দী 

প্রতিটি প্রেমের আখ্যানে জ্বলে যায় নারীর চরিত্র। এই কাঁপা অক্ষর বোঝে,  যে, পথ ফুরোয় না। কেবল রাস্তা মাপে পাহাড়িয়া বাতাস- তার পিছু  ছুটে মরি আমরা। হাত ধরো, ফেলে আসা দিনের অপেক্ষায়...অাঘ্রান জমাও...
এ অাঘ্রান জমা কুয়াশার, এ অাঘ্রান সেই সব শীতের যার মাঝে সময় একা ফেলে চলে যায় নিজের মত, যেন বন থেকে বনান্তে ছুটে চলে একাকী পাখি... উত্তুরে বাতাস জানে তার ছটফটানি...

(ছবিঃ অ্যাইমি হেরমান) 

No comments:

Post a Comment