Friday 5 January 2018

হিমেল মাসের কবিতা ২


Related image


বিষাদ সুন্দরী 
       -  স্বাগতা সিংহরায়

সে এক উচ্ছিষ্ঠার কথা-
কানে তার বিষাদঝুমকা      ঠোঁটে আড়মোড়..
নগরভ্রমণে যে নাবিক পথিক হয়েছিলেন-
তার সন্দেহ       এ ঢেউ নাকি মহাপ্লাবন!
তুড়ির জোর বাড়লে পরে সব আঙুল-
একদিন হাত হওয়ার দাবি করে..
ক্রমশ হাত হয়ে যায় শূন্যখিলান
চোরাআলো উঁকি দিয়ে বলে-
"এই তো আমি!     সারাদিন কাছাকাছি"
খুঁজতে গিয়ে বেলা ঘনায়,নিকষ বন্দর
পাথরের উপর আলগা করে কে যেনো-
আদরের ঢেউ রেখে যায়..

ঈশ্বর একদিন গণিত খুঁজতে এসে দ্যাখে-
সব ঢেউ অ আ ক খ হয়ে গ্যাছে;
আর তার তলায় বিষাদসুন্দরী ফেলে গেছে
 শ্যাওলা সবুজ-নীলচে পোষাক...

(ছবিঃ সালভাদোর দালি )


No comments:

Post a Comment