Friday, 5 January 2018

হিমেল মাসের কবিতা ১৭

Related image

প্রেম ও ঈশ্বর
             -অনু সঞ্জনা ঘোষ

আজ সারাদিন ভিজিয়ে গেছি নিজেকে। রাত অবধি গড়িয়েছে সকাল। বৃষ্টি ভিড় করা সমুদ্র আমার না। নিজেকে গুটিয়ে নিয়ছি। যাবতীয় শীত শুষে নিয়েছে ঝিনুক। আমি ঈশ্বর বুঝি না। ঐশ্বরিক বলতে যা কিছু তা পুরোটাই ধবধবে।

ঝুঁকে পড়ে আল্পস। পাতাদের শরীরে আঁচড় নেই বর্ষার। অথচ বৃষ্টি জানে শিকড়ের গান। গাছ, গাছ শব্দে ভরে ওঠে জীবন। স্বপ্নে তুমি গাছ।
অন্যের উঠোন...


(ছবিঃ শ্রীধর আইয়ার) 

No comments:

Post a Comment