Wednesday, 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ৫

Image result for abstract rain painting



জন্মান্তর
            -বেবী সাউ

এইবার শেষ মরাটা মরবো

                            ভাবলাম 
বিলিয়ে দিতে দিতে সব খতম 
যখন 

বৃষ্টি নামল জোরে 
চারিদিকে মেঘের জ্বর 
চারিদিকে হলুদ বসন্ত 
বাজ-চোখ

জ্বরের ঘোরে ওঠে আসছে হলহলে সাপ 
জ্বলন্ত শলাকায় আঁকা হচ্ছে 
জন্মের শোক 

আহা জন্ম ! 

কোথায় কোন নিষেধের রঙ 
লেগে আছে 
কোথায় কোন পঞ্জিকার পাতা

( ছবিঃ যোয়া) 

No comments:

Post a Comment