Wednesday 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ৪

Image result for abstract rain


আশ্বাস
      - সন্দীপন দত্ত

কী দেব তোমায়? কী যায় দেওয়া?

নদীর দিকে কখনও তর্পণ লিখতে নেই
বৃষ্টিকে দিও না কান্না রঙের রোদ
গাছেদের প্রত্যাশা নেই কারও ছায়া
আর গুম বসে থাকা মেঘকে তুমি
গান শুনিও না ভুলে

কী পারি আর আশ্বাস ছাড়া
কাল থেকে সিগারেট ছেড়ে দেব
পরশু থেকে রাত করে ফিরব না আর
আজ শেষ মদচুমুক সত্যি

এরকম টুকরোটাকরা গুছিয়ে
তোমার দিকে তাকাই
ব্যর্থ অভিশাপের মতো মুখ করে
টেনে নিই বুকে আর ভালোবেসে ফেলি
শান্ত হাহাকারের মতো চুমু আঁকি চুমু আঁকি
কপাল বদলে দেব মধ্যবিত্ত কপাল

তোমার অতীত বদলে দেব
তোমায় তছনছ জীবন দেব
একশ আটতম পদ্মের বীজ খুলে
পুঁতে দেব বুকে আর বাগান হবে
তোমার বেহায়া ক্লান্ত দুখ

আমাদের নেই নেই মাঝে কুদরতের মতো
নামবে কোনও রাতে অকালবৈশাখী
ভেসে যেতে যেতে বলে যাব
সব ঠিক হয়ে যাবে শেষ পর্যন্ত

সব ঠিক না হলে আমার তো কিছুই
থাকবে না আর তোমায় দেওয়ার

(ছবি: বারবারা হার্মস )

No comments:

Post a Comment