Saturday 3 June 2017

প্রাবৃষার কবিতা ১

Image result for hilbert space

যৌথ কবিতা 
-পারমিতা চক্রবর্তী

"কাল আসবো " বলে পালিয়ে এসেছো বৃত্তের আড্ডা থেকে 
অনিকেত এভাবে গল্প সাজালে চরিত্রের মুখবন্ধ পরিবর্তিত হয় 
যার প্রতিকৃতিতে মাল্য দান করে যৌথ কবিতা

আজকাল অনেক পরিবর্তন দেখি 
যে চোখে বৈধব্য দেখতাম 
তাতে অসূচী চারু'র ঠোঁটে'র স্পর্শ দেখি 

তারপর 

গল্প বিদেশী হয়
ভোরে'র চুমু শীত চোখে লাগে 
আমি তো শীত হতে চেয়ে শিবালিক
হয়ে গেলাম 
অন্তর্ধান হল গতিবেগ 

সত্যি 

তোমার শীতকাতু'রে মাংসে ফায়ারপ্লেস বড় কম 
সময়ে'র পরিধি সংক্ষিপ্ত হলে
জন্মের চিতায় বাল্যচাঁদের 
সতীদাহ হয় 

এ মৃতপৃথিবী মীরজাফর দেখেছে 
যৌথ কবি দেখে ...




No comments:

Post a Comment