ছায়া মোড়
-শৌভিক দে সরকার
ছায়াহীন হয়ে ওঠার মুহূর্ত,
একটি সামান্য বাড়ি ভিজে যাচ্ছে
তোমার অন্ধত্বের খবরে।
মেঘের গোড়ালি অবধি
দাঁড়িয়ে থাকা একটি দরজা..
ছায়া আর ছায়াঘন বাড়ির সীমানা
মেহেদি পাতার কাঁচা বেড়া, রেড়ির সহজপাঠ
স্বল্পালোকিত কয়েকটি শর্ত
হাত ডিঙ্গিয়ে আঙুল
আঙুল ডিঙ্গিয়ে দূরের অমলতাস
অর্থহীন কয়েকটি পিঁপড়ের সারি
খুব নিচু হয়ে আসছে আলো,
এগিয়ে আসছে বর্ষাপ্রকল্পের পরিচিত মাসগুলি
নির্ধারিত ভুল আর অন্য গ্রহের বাতাস।
( ছবি- মাউরিসিও পাস ভিওলা)
খুব অনায়াসে তোমার কবিতায় লেখা হয়ে যায় সেই সহজাত কথাগুলি যা মেহেদী পাতার বেড়ার ওমে রেখে দেয় আমাদের।।
ReplyDelete